পাহাড়ের আলো: নবাগত খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত বলেছেন, আসন্ন নির্বাচন অন্য কোনো নির্বাচনের মত নয়। এ নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ ও উৎসবমুখর। তিনি বলেন, ‘এখানে আমরা কাউকে চিনি না, সবার আপন।’ নির্বাচনে প্রত্যেক ভোটার যেন তাদের ভোটাাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারেন তার জন্য প্রশাসন সার্বক্ষণিক পাশে থাকবে।
এবার জাতীয় নির্বাচনের সাথে গণভোটও রয়েছে। ভোটাররা যাতে এ ভোটেও সমানভাবে অংশগ্রহণ করে তার ব্যবস্থা করতে হবে।’ গতকাল(রবিবার) জেলার রামগড়ে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। রামগড় পৌরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রমের ভূমি ব্যবস্থাপনা সমতলের চেয়ে ভিন্ন। এখানকার ভূমি জটিলতা নিরসনে আগের সকল জেলা প্রশাসক কাজ করেছেন। আমিও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। প্রয়োজনে ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড অধিদপ্তরে কথা বলবো।’ আইনশৃঙ্খলা বিষয় আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, এ জেলার প্রত্যেক মানুষ যেন ভালভাবে ঘুমাতে পারে, প্রত্যেকে যেন তার অধিকার বুঝে পায়, শান্তিতে বসবাস করতে পারে সেই সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম, ৪৩ বিজিবির সহকারি পরিচালক মো: শামছুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এবিএম মোজাম্মেল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিকা চাকমা।
এছাড়া রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো: জসিম উদ্দিন, সাফায়েত মোর্শেদ ভুইয়া, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সভাপতি মো: হারুণ অর রশিদ প্রমূখ।
মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে নবাগত জেলা প্রশাসক রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে জুলাই বিপ্লবে জেলার একমাত্র শহীদ মো: মজিদ হোসেনের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।