• July 23, 2024

ই.শা ছাত্র আন্দোলনের সাবেক নগর সম্পাদক মুস্তাফিজুর রহমান’র ইন্তেকাল

শাহনেওয়াজ নাজিম, প্রতিনিধি:  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। গতকাল (৩০ মার্চ) সোমবার রাত সাড়ে ১১টায় ফেনীতে তাঁর ভাইয়ের বাসভবনে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর- সভাপতি রিদওয়ানুল হক শামসী, সহ-সভাপতি মুহা. তানভীর হোসাইন ও সাধারণ সম্পাদক মুহা. নাজিম উদ্দিন।

নেতৃত্রয় বলেন, সহযোদ্ধা মুস্তাফিজুর রহমান ছিলেন ইসলামী বিপ্লবের একজন একনিষ্ঠ অগ্রসৈনিক। তিনি বাংলাদেশের তরুণ সমাজের ইসলামী বিপ্লবীদের জন্য ছিলেন অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন। তিনি যে কোন পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারতেন। সহযোদ্ধাদের সাথে তিনি পরম বন্ধুসূলভ আন্তরিক আচরণ করতেন। তাঁর মৃত্যুতে অামরা সকলেই শোকস্তব্ধ। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস-এর সর্বোচ্চ মাকাম দান করেন।

প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান গত ৩ নভেম্বর ২০১৯ইং চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর বিভাগীয় ছাত্র সমাবেশের কর্মরত অবস্থায় রাতে গুরুতর সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারান। তাঁকে সাংগঠনিক ব্যবস্থাপনায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল প্রাঃ লিঃ এবং পরবর্তীতে প্রায় দুই মাস ঢাকার আল-কারীম জেনারেল হাসপাতালে অাইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে ফেনীতে তাঁর ভাইয়ের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা চলতে থাকে। সেখানেই তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post