দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের চাঁদাবাজ আটক

স্টাফ রিপের্টার:  দিঘিনালা উপজেলার কৃপাপুর এলাকা হতে চাঁদাবাজি করার সময় আশাপূর্ন চাকমা (৪১) নামের ইউপিডিএফ প্রসীত গ্রুপের একজন সশস্ত্র চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ৩১ মার্চ মংগলবার মধ্য রাতে কৃপাপুর এলাকা হতে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার টাকা এবং বেশকিছু ভারতীয় ও চাইনিজ মুদ্রা পাওয়া যায়। এছাড়াও, তার কাছে বেশকিছু রাষ্ট্রবিরোধী লিফলেট, অবৈধভাবে চাঁদা আদায়ের রশিদ বই সহ বেআইনি নথিপত্র পাওয়া যায়।
জানা যায় যে, আটককৃত আশাপূর্ণ চাকমা একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে দিঘীনালা এলাকায় পরিচিত ছিল। তার নামে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ কে হয়রানি এবং নির্যাতন করে আসছিলো। তার আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বিশিষ্ট নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ মনে করছেন, নিরাপত্তা বাহিনী আশাপূর্ণ চাকমার মত সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এলেই পাহাড়ে শান্তি ফিরে আসবে। তারা ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের এমন আইনের প্রয়োগ চলমান রাখার দাবি জানান।

Read Previous

ই.শা ছাত্র আন্দোলনের সাবেক নগর সম্পাদক মুস্তাফিজুর রহমান’র ইন্তেকাল

Read Next

লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ