ঈদ উপলক্ষে ৪০ বিজিবির মানবিক সহায়তা প্রদান

 ঈদ উপলক্ষে ৪০ বিজিবির মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (৪০ বিজিবি) পলাশপুর জোনের স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার বিকালে জোন সদরে অসহায় অনন্ত ২ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, আলু, চিনি, গুড়া দুধ, সেমাই, লবন ও তেল’সহ বেশ কিছু ঈদ সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।
এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোঃ আইয়ু্বুল ইসলাম’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post