দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাঘাইছড়ির বাঘাইহাট সেনা-জোনের উদ্যোগে অর্ধ-শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাঘাইছড়ির বাঘাইহাট সেনা-জোনের উদ্যোগে অর্ধ-শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল রেজিমেন্টের বাঘাইহাট জোন।
শুক্রবার দুপুরে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান পিএসসি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
বাঘাইহাট নার্সারি পাড়া এলাকার মোঃ দুলাল মিয়া ও আদর্শ পাড়ার আমেনা বেগম জানান, “এবারে খুবই কষ্টে রোজার দিনগুলো কেটেছে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনীর ঈদ সামগ্রী উপহার অনেকটা কষ্ট দূর করে দিল”।
উপহার সামগ্রী বিতরণ শেষে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান বলেন, গরিব অসহায় ও দিনমজুরদের ঈদের উৎসবে পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।