একটি মহল ছেলেধরা গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করছে -খাগড়াছড়ি এস.পি
খাগড়াছড়ি প্রতিনিধি: একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ছেলেধরা গুজব ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকরা তাদের প্রচার মাধ্যমে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।
২৪জুলাই বুধবার সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এমন মন্তব্য করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। তিনি বলেন, গ্রামে-গঞ্জে, স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা ও মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। যার কারণে খাগড়াছড়িতে এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও কোন অস্বাভাবিক কাউকে দেখলে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রওনক আলম উপস্থিত ছিলেন।