ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাট ‘র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি পার্বত্য জেলার ১ম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে গুণীজন সংবর্ধনা, স্মরণিকা “প্রয়াস” প্রকাশ, সংগীতানুষ্ঠান ও আলোচানা সভা রোববার অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৩ টায়ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপমুৎসুদ্দীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রকাশনা সচিব এবং জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহা সচিব নাসির উদ্দীন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন মো: শহিদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরি দর্পণ সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post