খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

আদালতের তথ্যে জানাযায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মনির হোসেন। ঘটনার ২ দিন পর পুলিশ তালা ভেঙ্গে বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করেন। খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ জানিয়ে বলেন, ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করা হয়েছে।

Read Previous

খাগড়াছড়িতে “প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Read Next

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত