‘করোনা’র দুর্যোগ মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন লক্ষ্মীছড়ি ইউএনও
স্টাফ রিপোর্টার: প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পরার আশংকায় জনসচেতনতার অংশ হিসেবে চলছে অঘোষিত ‘লকডাউন’। অফিস-আদালত, স্কুল-কলেজ, সাপ্তাহিক হাঁট-বাজার বন্ধসহ সামাজিক দুরুত্ব বজায় রাখতে ঘর থেকে বের না হওয়ার নির্দশনা রয়েছে প্রশাসনের। এমতাবস্থায় সাধারণ খেঁটে খাওয়া নিন্ম আয়ের মানুষ পরেছে বিপাকে। অনেকটাই গৃহবন্ধী বলা যায়। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রাণালয় জরুরী ত্রাণ সামগ্রি হিসেবে শুকনা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
২৯ মার্চ দুপুরের পর থেকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ত্রাণ সামগ্রি বিতরণ শুরু করেন। জানা যায়, ময়ূরখীল, জুর্গাছড়ি, উপজেলা সদর ও বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, ইউপ সদস্য রেজাউল করিমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশে দ্রত আমরা এ কাজটি শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ খেটে খাওয়া, উপার্জন বন্ধ হয়ে গেছে নিন্ম আয়ের মানুষই এর আওতায় থাকবে। প্রতি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে আমরা ২’শ জনের তালিকা করে বিতরণ কার্যক্রম শুরু করেছি।
জানা যায়, প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১কেজি ডাল, ৫’শ গ্রাম তৈল, ৫’শ গ্রাম লবণ, ১টি সাবান ও ১ কেজি আলু বিতরণ করা হয়েছে।