করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচএ

পাহাড়ের আলো : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল

খাগড়াছড়িতে ভূমিসেবার মানবৃদ্ধি চ্যালেঞ্জ শীর্ষক সভা
রাঙামাটি শহরকে পর্যটন বান্ধব নগরী গড়তে বৃষকেতুর আহ্বান
রামগড়ে মেয়েকে ধর্ষণে স্বামীকে সহযোগিতার দায়ে মা গ্রেফতার

পাহাড়ের আলো : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা।

মন্ত্রীর পিএস সাদেক হোসেন চৌধুরীও বলেন, মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। ৭জুন বরিবার সকাল ১০টায় পার্বত্য মন্ত্রীকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার ( ৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।বান্দরবান স্বাস্থ্য বিভাগ থে‌কে জানা গে‌ছে, বান্দরবান জেলায় শ‌নিবার ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।