দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা মরিয়ম হত্যার অভিযোগে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি: দীঘিনালায় গত শুক্রবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা মরিয়ম বেগমকে হত্যার অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে রাঙ্গামাটির লংগদু উপজেলার শ্বশুর বাড়ি থেকে মো. রেজাউলকে (২৫) কে আটক করা হয়। সে দীঘিনালার মেরুং ছোবাহান পাড়ার রওশান আলীর ছেলে।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন (অপরাধ ও তদন্ত) জানান, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সন্দেহভাজন রেজাউলকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

শনিবার সন্ধ্যায় তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা লুঙ্গি ও শার্ট উদ্ধার করা হয়েছে। তাকে রোববার আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য যে, গত ৪ জুন রাতে বৃদ্ধা মরিয়ম বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক রেজাউল। শুক্রবার সকালে তাকে নিজ রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Read Previous

করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচএ

Read Next

খাগড়াছড়িসহ দেশের ৫০টি জেলা লকডাউন ‘রেড জোন’ করার ঘোষণা