• December 13, 2024

করোনা পরিস্থিতিতে ওয়াদুদ ভূইয়ার আহ্ববান

পাহাড়ের আলো: দুনিয়ার এই ক্লান্তিকর পরিস্থিতিতে আপনাদের সবার সাথে টেলিফোনে বা সামনাসামনি আপনাদের খোঁজ খবর নিতে না পারার জন্য দুঃখিত সামনে আমাদের জন্যে ভয়াবহ দিন অপেক্ষা করছে। কে মরি আর কে বাঁচি তা আমরা কেউ জানি না। সকলের খবর নেয়ার জন্যেই আমার এই ক্ষুদ্র বার্তা। এই বার্তার মাধ্যমে আমি জানতে চাচ্ছি, আপনারা এবং আমার এলাকার মানুষ কেমন আছেন। সবাই ভালো আছেন কি? নাকি কেউ কোথাও এই মহামারির কালোছায়া করোনা ভাইরাসের সমস্যায় বিপদাপন্ন?

সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক’র ব্যক্তিগত আইডি থেকে এ ক্ষুদে বার্তা প্রদান করেন।

তিনি ক্ষুদে বার্তায় উল্লেখ করেন, আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের সবাইকে পরম দয়ালু আল্লাহ যেন রক্ষা করেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ভাইরাসের জন্যে ইতোমধ্যে যে সকল করনীয় ও চলাফেরার গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা জেনেছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। কেউ ঘরের বাহিরে বের হবেন না। ঘনঘন সাবান দিয়ে হাত পরিস্কার করবেন। উপযুক্ত মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। ব্যাপক মানুষ ব্যবহার করে এমন জিনিস হাত দিয়ে ধরবেন না। লোকালয়ে যাবেন না। বন্ধু বা প্রতিবেশীর সাথে আড্ডা দিবেন না। সিড়ির হাতল, দরজার হ্যান্ডেল ইত্যাদি বিকল্প উপায়ে ব্যবহার করবেন। আমি বিশ্বাস করি এই ইন্টারনেটের যুগে আপনারা আমার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়ম ও কৌশল জানেন। সেগুলো পুরোপুরিভাবে পালন করবেন।কেউ বিষয়টাকে অবহেলা করবেন না। প্লিজ নিজের বা একে অন্যের ক্ষতি করবেন না।

আমাদের প্রিয় নেত্রী, নেতা তারেকে রহমান সহ সকল নেতাকর্মীদের জন্যে দোয়া করবেন। আমারও আমার সন্তানদের জন্যেও আপনারা দোয়া করবেন। আপনারা বিশ্বাস করবেন, পরিস্থিতি এতটাই খারাপ যে, এই ম্যাসেজ লিখার সময় আমার চোখে কয়েক ফোঁটা পানি আসছে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন।

দোয়া করি সবাই ভালো থাকুন। সকলের কাছে কল করতে না পারার কারণে আমার এই ম্যাসেজকে মোবাইল কল হিসাবে ধরে নিলে খুশি হবো। আল্লাহ আমাদের সবার সহায় থাকুন। আল্লাহ হাফেজ।-শুভেচ্ছান্তে, ওয়াদুদ ভূইয়া,সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর ওয়াদুদ ভূইয়ার ব্যক্তিগত আইডি থেকে নেয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post