• November 6, 2024

কাপ্তাইয়ে চোলাইমদসহ আটক ২

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে বিপুল পরিমাণ চোলাইমদ সহ মো. আবুল কালাম (২৩), মো. জব্বার হোসেন (২২) নামের দু’জন মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই পুলিশের সার্কেল মো. জুনায়েদ কাউসার ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

জানা গেছে, উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া থেকে চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিক্সা যোগে পাচারের সময় পুলিশ তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি চোলাইমদ উদ্ধার করে। এসময় পটিয়া পৌরসভার উত্তর চনরা এলাকার মৃত আবুল বশরের পুত্র মো. আবুল কালাম ও রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মো. জব্বার হোসেনকে পুলিশ আটক করে।

মাদক পাচারের ঘটনায় আবুল কালাম ও জব্বারকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাপ্তাই থানায় মামলা করা হয়েছে। আটক মাদক পাচারকারীকে রাঙামাটি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post