• December 27, 2024

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

 কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই : কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনকে উপজেলা সমন্বিত বিদায় উদযাপন কমিটির আয়োজনে বুধবার বিকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায় উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু, রওশন শরীফ তানির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।
বিদায়ী ইউএনও মো. মহিউদ্দিন বলেন, মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আমি চেষ্টা করেছি জনগণের সেবক হিসাবে কাজ করতে। মানুষকে আপন করার চেষ্টা করেছি। সরকারের সকল ধরনের সেবা জনগণের দৌঁড় গৌঁড়ায় পৌঁছে দেবার চেষ্টা করেছি। এরপর মানুষ হিসেবে যদি কোন ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকোনে দেখবেন।
বিদায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার আমীর হারুনুর রশীদ, কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধক্ষ্য এম জাহাঙ্গীর আলম, হেডম্যান অরুণ তালুকদার, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post