• December 23, 2024

কাল খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ

 কাল খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে গত ২রা এপ্রিল গণপিটুনিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য হ্লাচিংমং মারমার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সংবাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (৫ এপ্রিল) জেলার মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমার উদ্ধৃতিতে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত রোববার সাংগঠনিক কাজে নিহত হ্লাচিং মং মারমা মানিকছড়ির যোগ্যছোলার স্কুল পাড়ায় অবস্থান করছিল। এসময় স্থানীয় কয়েকজন মধ্যযুগীয় বর্বরতায় জঘন্যভাবে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বুধবার শান্তিপূর্ণ আধা বেলা সড়ক অবরোধ পালন করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post