• October 8, 2024

কাল জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী লক্ষ্মীছড়িতে আসছেন

স্টাফ রিপোর্টার: পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু কংজরী চৌধুরী আগামীকাল ১০ ডিসেম্বর বুধবার লক্ষ্মীছড়ি উপজেলায় আসছেন বলে জানা গেছে।  জানা যায়, মহাজোট সরকারের ২য় মেয়াদেও ৪র্থ বর্ষপূর্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ র‌্যালিতে যোগদান করতে প্রধান অতিথি হিসেবে দলীয় সংগঠনের আমন্ত্রনে তিনি এ উপজেলায় আসছেন।

লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন লক্ষ্মীছড়ি বাজারস্থ্য দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করছে। এছাড়াও এ উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারী’র স্বাক্ষরিত দাওয়াত পত্রের মাধ্যমে এ খবর জানা গেছে। জেলা এবং উপজেলা সিনিয়র নেতৃবৃন্দরাও এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post