মুসলিম বিশ্বের স্বার্থ সুরক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি, রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রে তুর্কি খেলাফতের অবসানের মধ্য দিয়ে মুসলিম দেশগুলো সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শক্তিধর দেশগুলো মুসলমানদের স্বার্থ, মর্যাদা ও নিরাপত্তা বিধানে শোচনীয়ভাবে ব্যর্থ। ফলে ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলো স্বাধীন দেশে আগ্রাসী শক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের রাজধানী হবে জেরুজালেম।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মুসলিম বিশ্ব কিছুতেই মেনে নেবেনা। ওআইসি এবং তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বকে আবারো ঘুরে দাঁড়াতে হবে। তুর্কি খেলাফতের আদলে মুসলিম বিশ্বে ইনসাফভিত্তিক গণমুখী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। না হয় চলমান বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অন্যায্য অধীনতা ও অন্যের বশ্যতা স্বীকার না করার আহ্বান জানান তিনি। ৮ জানুয়ারি-২০১৮, সোমবার আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কুমিল্লা শাখার উদ্যোগে কুমিল্লা ঈদগাহ মাঠে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) এসব কথা বলেন। মাহফিলে আন্জুমান কেন্দ্রীয় মহা সচিব খলিফা আলমগীর খান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের সাংগঠনিক সম্পাদক ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সূফীজমের সম্মানিত উপদেষ্টা শায়খ ড. আহমদ তিজানী বিন ওমর।

আলোচনায় অংশগ্রহণ করেন, কুমিল্লা ইসলামীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী হযরত মাওলানা আব্দুল মতিন, বড়–রা ওলীটোলার পীর সাহেব মহি উদ্দিন আহমদ লতিফী আল-কাদেরী, বুড়িচং ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী হযরত মাওলানা বাকী বিল্লাহ আল্-আযহারী, হযরত মাওলানা শেখ সাদী মো: আব্দুল্লা সাদকপুরী, হযরত মাওলানা আব্দুস ছাত্তার, সুন্নি ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, কুমিল্লা জেলা আহলে সুন্নত ওয়াল জামআতের সভাপতি কাজী এম এ ওয়াহিদ, সাধারণ সম্পাদক খাদেম মো: ফিরোজ, কুমিল্লা জেলা খাজা উদ্যাপন কমিটির প্রধান পৃষ্ঠাপোষক আলহাজ্ব মাইনুল হাসান লেহীন, কুমিল্লা মহানগর আন্জুমান সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আন্জুমান প্রচার সম্পাদক মানিক খন্দকার, সাধারণ সম্পাদক এনামুল হক, কুমিল্লা জেলা মইনীয়া যুব ফোরাম আহ্বায়ক কমিটির সভাপতি এডভোকেট মো: বিল্লাল, সাধারণ সম্পাদক মো: জিহাদ হোসেন, আদর্শ সদর উপজেলা আন্জুমান কমিটির সভাপতি খলিফা পবন খান, সাধারণ সম্পাদক খলিফা হুমায়ূন, ত্বরীকত ফেডারেশন কুমিল্লা জেলা সভাপতি ড. কাদের খান মাদবপুরী, মহানগর মইনীয়া যুব ফোরামের সভাপতি পায়েল, সদর উপজেলা মইনীয়া যুব ফোরাম সভাপতি মো: জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: দিদারুল হক রিমন, বুড়িচং যুব ফোরামের মাওলানা শামছে তিবরিজ প্রমুখ। সালাত-সালাম শেষে নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post