খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ডুমবিল এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই হত্যাকান্ড ঘটে। নিহত অমর জীবন চাকমা একই এলাকার সত্যপ্রিয় চাকমার ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী এসে বাড়িতে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত অমর জীবন চাকমা ইউপিডিএফ প্রসীত ছেড়ে সম্প্রতি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে যোগ দেন। পরে ইউপিডিএফ গণতান্ত্রিক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেন।
এদিকে এই হত্যাকান্ড নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খবর ছড়ালেও সবশেষে পুলিশ কোন খবরই নিশ্চিত করতে পারেনি। এ ব্যাপারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, নিহত ব্যক্তি ইউপিডিএফ-এর সাবেক সদস্য। দলবদল শেষে বর্তমানে স্বাভাবিক জীবনে ছিলেন। জনসংহতি সমিতির (সন্তু) সদস্যরা তাকে হত্যা করেছে বলে শোনা গেছে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর শোনা গেলেও লাশের সন্ধান মিলেনি। তবে, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।