• July 27, 2024

খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

 খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোটার:  খাগড়াছড়িতে করোনায় ১ জনসহ উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ৯জুলাই শুক্রবার জেলা সদর হাসপাতালের তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে। এই নিয়ে জেলায় করোনায়া মোট মৃত্যু ১১ । একদিনেই উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। দীঘিনালার জামতলী ফিরোজা বেগম(৫৫) করোনায় আক্রান্ত।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, খাগড়াছড়ির কলেজ গেইট এলাকার বাসিন্দা আব্দুল মান্নান(৭০),মাটিরাঙ্গার তাইন্দং এলাকার রাজীয়া খাতুন(৭০), পানখাইয়া পাড়া এলাকার আকিও মারমার স্ত্রী আনায় মারমা(৬৮) এবং দীঘিনালার জামতলী এলাকার মোঃ হাবিবুল্লার স্ত্রী ফিরোজা বেগম(৫৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন উপসর্গ নিয়ে ফিরোজা বেগম খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর নমুনা পরিক্ষা করা হলে করোনা সনাক্ত হয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা বলেন, যে ৪জন মারা গেছেন তারা সকলে বয়োবৃদ্ধ। তারা আগে থেকে শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে ১জন করোনায় আক্রান্ত থাকলেও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আগামীকাল(শনিবার) ৪ জনের মৃত্যু নিয়ে বিস্তারিত জানানো হবে।

খাগড়াছড়িতে বেড়েই চলছে শনাক্তের সংখ্যা । চলতি মাসের প্রথম ৮ দিনে ২শ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৭ শতাংশ। আক্রান্তদের বেশীর ভাই খাগড়াছড়ি সদরের বাসিন্দা। হাসপাতালে ভর্তি রয়েছে ৩৬ রোগী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post