খাগড়াছড়িতে জুম্ম ছাত্রদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষনকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের কারনে সকাল থেকে কোন ধরনের দুর পাল্লার যানবাহন চলাচল করছেন না। তবে শহর এলাকায় বেটারী চালিত কিছু অটো রিক্সা চলাচল করতে দেখা গেছে। খাগড়াছড়িতে আজ বাজার বার হওয়ায় বড়দের কারণে অনেককেই বিপাকে পড়তে হয়েছে। আর যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা অনেকে বিপাকে পড়েছেন। সকাল থেকে অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা- চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুরি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অববোধ করে। তবে এখনো পর্যন্ত কোথাও কোন ধরেনর অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে একদল দুবৃত্ত এক ছাত্রীকে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে গণ ধর্ষন করে। পরে পরিবারের লোকজন খোজাখুজির পর একটি পরিত্যাক্ত স্থান থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনা ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান অবরোধের কারনে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সর্তক রয়েছে। এছাড়া সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।