খাগড়াছড়িতে নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা
রতন বৈষ্ণব ত্রিপুরা: খাগড়াছড়ি জেলায় আস্থা প্রকল্পের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা তৃণমূল উন্নয়ন সংস্থার “আশীষ” হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান এর স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাধন বিকাশ চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও অন্তবর্তী কালীন জেলা পরিষদ সদস্য শেফালীকা ত্রিপুরা ও জয়া ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সহ- সভাপতি তৃণা চাকমা, সদস্য লালসা চাকমা ও নয় উপজেলার ইয়ুথ গ্রুপের আহবায়ক – সদস্যসহ সাংবাদিক বৃন্দ। বক্তাগন বলেন,আমরা সকলেই কোননা কোন ভাবে শান্তি-শৃঙ্খলার পক্ষে কাজ করছি।
আমাদের কাজ হবে যতটা সম্ভব শান্তির পক্ষে কাজ করাসহ সবাইকে উৎসাহিত করা। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ইয়ুথদের নৈতিক-মানবিক-মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই নাগরিক প্লাটফর্ম বদ্ধপরিকর। পরে জেলা নাগরিক প্লাটফর্মের দুই সদস্য – অন্তবর্তী কালীন সদ্য নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য শেফালীকা ত্রিপুরা ও জয়া ত্রিপুরাকে ফুলদিয়ে সংবর্ধনা প্রদান শেষে বরণ করে নেন।