খাগড়াছড়িতে বিএনপির কুরআন খতম ও দোয়া মাহফিল

 খাগড়াছড়িতে বিএনপির কুরআন খতম ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগি সংগঠন।

খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে ১৬ আগস্ট শুক্রবার  বিকেল সাড়ে ৫টার দিকে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দেশবাসীসহ সকলের শান্তি কামনায় দোয়া করা হয় মুনাজাতে।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল সময় উপস্থিত ছিলেন।

এছাড়া খাগড়াছড়ি পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো: ফারুক প্রমুখ এতে অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post