খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের সুপারভাইজার জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছে। নিহত সুপারভাই

মানিকছড়িতে ভ্যান সিএনজি চালক ও বেদে পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ
রামগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০
দীঘিনালায় ইয়াবাসহ ইউপি সদস্য’র ছেলে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের সুপারভাইজার জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছে। নিহত সুপারভাইজার জয়পুরহাট জেলার দুমুরহাট উপজেলার বেলাল হোসেনের ছেলে।

খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় বিকেল ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের আরও ৭ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটি অপর একটি বাসকে ওভাটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শ্যামলীয় পরিবহনের সুপারভাইজার জহিরুল ইসলাম মারা যান। এ সময় উভয় পরিবহনের আরও ৭জন যাত্রী আহত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনায় কবলিত বাস দুটি জব্দ করেছে।