মানিকছড়িতে জাতীয় মৎস্য qসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পোনা অবমুক্তকরণ

 মানিকছড়িতে জাতীয় মৎস্য qসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পোনা অবমুক্তকরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ খ্রি. উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তকরণ, র‌্যালী, আলোচনা সভা, অনুষ্ঠিত হয়েছে।

মানিকছড়ি উপজেলা অডিটোরিয়ামে ২৪ জুলাই-২০২২ খ্রি. রবিবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য অফিসার, প্রণব কুমার সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন। মানিকছড়ি উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী, মিলন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. হাসিনুর রহমান উপজেলা সমবায় অফিসার, মো. আইয়ুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন, রনি কুমার দে প্রমূখ।

সফল মৎস্য চাষী হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি, মো. শাহ আলম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি, মো. সামায়ুন ফরাজী সামু।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী এবং মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post