দহেন বিকাশ ত্রিপুরা: খাগড়াছড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে "সুশাসন উন্নয়নেজাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ ও তথ্য অধি
দহেন বিকাশ ত্রিপুরা: খাগড়াছড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে “সুশাসন উন্নয়নেজাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ ও তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্ততবায়ন শীর্ষক ওরিয়েন্টেশন সভাঅনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাগণ এতে অংশনেন।
মঙ্গলবার (৩০নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময়ভার্চ্যুয়ালী যুক্ত নেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি এর সভাপতিপ্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারমোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি পৌরসভার মেয়রনির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।