গুইমারা সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 গুইমারা সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খাগড়াছড়ি প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির গুইমারা সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত হলে তাদের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের স্কাউট দল।
কলেজের অধ্যক্ষ মো: নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি অপু। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার সর্বোচ্চ সিড়ি পেড়িয়ে সফলতা অর্জন করে তোমরা নিজেকে অত্মনিয়োগ করবে দেশের উন্নয়নে। তোমরাই দেশকে নিয়ে যেতে পারবে উন্নত ও সফলতার শীর্ষে।
এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা, হিরন জয় ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা সহ জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনমুগ্ধকর গান ও নৃত্যর ছন্দে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post