• July 9, 2025

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

 খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পাহাড় ফল উৎপাদনের একটি জায়গা। এখানকার উৎপাদিত বিভিন্ন ফলফলাদির সারাদেশের বাজারে জায়গা করে নিয়েছে।তাই তারা ফল উৎপাদনের ও প্রতি জোর দেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম প্রমুখ। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে ফল মেলার উদ্বোধন করেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post