খাগড়াছড়ি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদার চট্টগ্রামে গ্রেফতার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হয়েছে আরো চারজন।
সূত্র জানায় গ্রেপ্তার হওয়া চার জনের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের নাম জানা গেছে। অপর দুইজনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি। ১৩ নভেশ্বর বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনতে জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।