• January 18, 2025

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের ট্রপি বিতরণ

 খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের ট্রপি বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে জেলা স্টোডিয়ামে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান, এসপিপি,এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিজিএফআই খাগড়াছড়ি জেলা শাখার কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ মো. আরিফ, এএফডব্লিউসি,পিএসসি। পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের হোসেন, ২৭ বিজিবি মারিশ্যা এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আতিকুর রহমান, ৫৭ ইবি মহালছড়ি এর অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, ৩০ বীর খাগড়াছড়ি এর অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত, পিএসসি প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post