• October 12, 2024

খাগড়াছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

 খাগড়াছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। ২৯ অক্টোবর রোবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে নেতাকর্মীরা।

বিএনপির বিশৃঙ্খলা,অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতা করে রক্তের হলিখেলায় মেতে উঠেছে। তাদের হাতে কেউ নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা,মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন এতে অংশ নেন।

এছাড়া কর্মসূচিতে জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার,সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল,সদর উপজেলা যুবলীগের সভপতি দেলোয়ার হোসেন টিটু খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,সাধারন সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post