Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়িতে ইয়াবা চার মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ৫৬ লিটার দেশীয় মদসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন একাধিক মামলার

গুইমারা রিজিয়ন কমান্ডার দুর্গম ইন্দ্রসিং পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন
খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৪ নভেম্বর

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ৫৬ লিটার দেশীয় মদসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন একাধিক মামলার আসামী বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, গোপান সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে মৃত মারফত আলীর ছেলে শুক্কর আলীকে (২৮) ১৫০টি ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। একই সময় একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. সাজু মিয়াকে(৪০) ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও সদর থানায় আধা ডজন মামলা রয়েছে বলে জানা গেছে।
অপর দিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের রোখাই চৌধুরী পাড়া থেকে পুইচাপ্রু মারমার ছেলে পুসিং মারমা (৪২) ও মেহেদীবাগ থেকে মহিউদ্দিনের ছেলে মো. শহিদকে (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬৫ লিটার দেশীয় মদসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।