কাপ্তাইয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা

শান্তি রঞ্জন চাকমা,কাপ্তাই: কাপ্তাই ৪১ বিজিবি এর উদ্যাগে উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তন হতে শুরু হয়ে র‌্যালীটি বড়ইছড়ি বাজার, উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। সচেতনতা মূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, কর্নফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কেপিএম এর মহা ব্যবস্হাপক ( প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার, কাপ্তাই থানার ওসি মোঃ নাছির উদ্দিন।

সচেতনতামূলক সভায় বক্তাগন বলেন, বাড়ীর আশেপাশে এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে কখনোও মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেনা। সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read Previous

পানছড়িতে ছাত্রলীগের মতবিনিময় সভা

Read Next

খাগড়াছড়িতে ৪জন ডেঙ্গু রোগী শনাক্ত, আতংকিত না হওয়ার পরামর্শ ডাক্তারের