• February 19, 2025

খাগড়াছড়িতে ডাকাতি ও ধর্ষনের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গনধর্ষনের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। ধর্ষিতা নারীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিন্দু কুমার চাকমার বুধবার গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় তার বাড়িতে ৯ সদস্যের ডাকাত দল হানা দেয়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে তার বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৬) বেঁধে রেখে ধর্ষন করে। বিন্দু কুমার চাকমার স্ত্রী পুস্প রানী চাকমা জানান, ডাকাত দল আমার কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে। ঘরের বাইরে থেকে দরজার হুক মেরে ভোর আনুমানিক ৪টার দিকে ডাকাত সদস্যরা চলে যায়।’
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো: গোলাম আবছার জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post