• February 19, 2025

খাগড়াছড়িতে করোনার গণটিকা কার্যক্রমে ব্যাপক সারা

 খাগড়াছড়িতে করোনার গণটিকা কার্যক্রমে ব্যাপক সারা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হয়েছে করোনার গণটিকা প্রদান কার্যক্রম। ৭ আগস্ট সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভা ও ৯ উপজেলার ৩৮টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ সারিতে দাড়িঁয়ে করোনার টিকার জন্য রেজিস্টেশন ও গ্রহণে প্রত্যাশীদের ভিড় দেখা যায়। কেন্দ্র ভিত্তিক লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা প্রত্যাশী থাকায় অনেকে না পেয়ে ফিরে গেছেন। তবে কোনো কেন্দ্রেই বালাই ছিল না স্বাস্থ্যবিধি মানার।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, খাগড়াছড়ি পৌরসভার ৯ ওয়ার্ডে ৯ টি কেন্দ্র ও ৩৮ টি ইউনিয়নের প্রতিটিতে ৩ টি কেন্দ্রে দেয়া হচ্ছে করোনার টিকা। গণটিকা প্রদানের পরীক্ষামূলক দিনে ২৪ হাজার ৬০০শ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post