খাগড়াছড়িতে খালেদা জিয়া’র মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে খালেদা জিয়া’র মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল জেলা বিএনপি’র কার্যালয় থেকে শহরের শাপলা চত্বর বের হতে চাইলে পুলিশের দফায় দফায় বাঁধার মধ্যে পড়ে। সেখানেই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন বলেন, বেগম জিয়ার কোন দুর্ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে সরকার। তাই অনতিবিলম্বে বেগম জিয়া কে স্থায়ী মুক্তি ও সুচিকিৎসার বিদেশে প্রেরণ করুন । অন্যথায়,সরকার পতনের জন্য কঠিন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ার করেন।
ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পী, সহ- সভাপতি উজ্জল দে,বাচ্ছু আহমেদ, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সহ বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ আগত নেতৃবৃন্দ।