খাগড়াছড়িতে ৪জন ডেঙ্গু রোগী শনাক্ত, আতংকিত না হওয়ার পরামর্শ ডাক্তারের
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪জন। এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
জানা যায়, জেলা শহরের শব্দমিয়া পাড়ার মো. ফয়জুল হক, মহিলা কলেজ এলাকার পাইসাচিং মারমা, সবুজবাগ এলাকার স্বপ্ন ও পানখাইয়াপাড়া এলাকার সঞ্জু চাকমা। বর্তমানে ফয়জুল ও পাইসাচিং চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছেন।
ফয়জুল হকের ভাই জিয়াউল হক বলেন, কোম্পানির কাজে গত সপ্তাহ ফয়জুল ঢাকায় যায়। ফেরার পর থেকে জ্বর ছিল। কয়েক দিনে জ্বর ভালো না হওয়ায় রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পরে।
পাইসাচিং মারমা বলেন, ঢাকায় একটি হোস্টেলে থাকতাম। সেখানে ডেঙ্গু আক্রান্ত হলে বাড়ি এসে সদর হাসপাতালে ভর্তি হই।
ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ৪জনই ঢাকা থেকে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে দুজন সুস্থ হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের অবস্থাও মারাত্মক নয়।
এদিকে খাগড়াছড়ি পৌরসভার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।