• January 15, 2025

খাগড়াছড়িতে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ, উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

১জানুয়ারি সোমবার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহরাব হোসেন। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক শাহেদ সুমনসহ জেলা। এছাড়া জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, ক্ষেত্রমোহন রওয়াজা, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবসার, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজসহ জেলা, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post