• December 12, 2024

খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ও সড়ক প্রশস্তসহ ঝুকিপূর্ণ বাঁক সম্প্রসারণ, কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন নিরোধ সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিরোধে সকলের সহযোগিতা চাওয়া হয়।

সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে খাগড়াছড়ির আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও জনবান্ধব সরকার। সরকারের সেবামূলক পদক্ষেপ জনগণের দৌর গোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌরসভার মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ডা: মো. শাহ আলম, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post