• October 12, 2024

খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

৩ নভেম্বর রবিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, জাতীয় ৪ নেতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন ও তাদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদারসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় ৪ নেতাসহ দেশের জন্য আত্মত্যাগীদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post