খাগড়াছড়িতে তপোবন আশ্রমে শ্রীশ্রী গীতাহোম যজ্ঞ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী পরমহংস হরিনাম বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওযার লক্ষে প্রতি বছরের ন্য্যয় তপোবন আশ্রম খাগড়াছড়ি জেলা শাখা প্রতিষ্ঠার ১যুগ পূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী মহতী ধর্মসভা ও শ্রীশ্রী গীতাহোম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে জয় পতাকা উত্তোলন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় এই মহতী ধর্মসভা। এসময় গীতাহোম যজ্ঞ পৌরহিত্য করেন চট্রগ্রাম চন্দনাইশ দোহাজারী দেবকুল কেন্দ্রীয় তপোবন আশ্রমের আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ। পরে গুণিজন সংবর্ধনা গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।