খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় "পরিবার পরিকল্পনা মেলা" উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্ত

দীঘিনালায় আওয়ামীলীগের সুধী সমাবেশ
লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন
মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ চলছে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় “পরিবার পরিকল্পনা মেলা” উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ বসু চাকমা এবং মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা প্রমূখ।

আগামী ১৮ এবং ১৯শে মার্চ ২০১৮ তারিখ খাগড়াছড়ি সরকারি উচ্চ মাঠে অনুষ্ঠিত মেলার প্রস্তুতি সভায় জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শীকারা উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় ্র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, রচনা ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। মেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ২০টি স্টলের আয়োজন করা হয়েছে। মেলায় বয়সন্ধিকালসেবা ছাড়াও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সেবা প্রদান হবে।