খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ, সারাদেশে সংগঠিত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ও সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল।

২৮ সেপ্টেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি সদরের মিল্লাত চত্বর থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা প্রধান সড়কে উঠতে চাইলে গণপূর্ত ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি শাহেদ সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেয়ায় আইনের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না। অবিলম্বে খাগড়াছড়ি ও সারাদেশে সংগঠিত নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।

উল্লেখ্য যে, গত বুধবার রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া গ্রাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের পর পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post