Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়িতে পিবিসিপি’র উদ্যোগে বই বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপির) উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ২৯ মভড়হমঃ বুধব

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবন্ধীদের পাশে সিন্দুকছড়ি সেনা জোন
সফিকুল ইসলামকে সভাপতি ও জয়নাল আবেদিনকে সম্পাদক করে দীঘিনালা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা
রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এড. জসিম উদ্দিন মজুমদার শেষ মূহুর্তের প্রচারণায়…

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপির) উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ২৯ মভড়হমঃ বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরের টঙ কনভেনশন সেন্টারে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার উল্লাহ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইফতেখার ইমন ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলী হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালীর সহাবস্থান নিশ্চিত করতে মানসম্মত শিক্ষার প্রতিটি গুরুত্বারোপ অপরিহার্য। তাই বিশ^বিদ্যালয় ভর্তিসহ প্রতিটি ক্ষেত্রে পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের সুযোগ দেয়ার আহ্বান জানান।