• February 18, 2025

খাগড়াছড়িতে প্রীতি ফুটবল লীগ টুর্ণামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রীতি ফুটবল লীগ কাপ টুর্ণামেন্ট ২০২০। প্রত্যান্তাঞ্চলের ক্রীড়ামোদী তালকাতাল ক্লাব জেলার গুইমারাতে এ টুর্ণামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকালে উপজেলার বাইল্যাছড়ি নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতা শেষে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

এসময় তিনি বলেন, ‘খেলাধুলাই পারে যুব সমাজকে সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে। সমাজের প্রতিটি শিশু-কিশোরের শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহবান জানান প্রধান অতিথি। অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, তালকাতাল ক্লাব পরিচালনা কমিটির আহবায়ক কীর্তি বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য হরিপদ ত্রিপুরা, মৌজা প্রধান ত্রিদীপ নারায়ন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় ৪টি বালিকা দল ও ১২টি বালক দল সহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে আনন্দ ক্লাব একাদশ, নারায়ন পাড়া তালকাতাল ক্লাব একাদশের সাথে প্রতিদন্ধিতা করে। এক ঘন্টার ম্যাচে উভয় দলের ফলাফল এক এক গোল নিয়ে খেলা শেষ হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post