খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকৃত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ নাজমুস সাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মাওলানা কাজী শফিকুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলায় অবস্থিত বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।