• July 27, 2024

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা ও কনসার্ট

খাগড়াছড়ি প্রতিনিধি: “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যর আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

রবিবার বেলা ৩ টায় টাউন হল প্রাঙ্গণে র‌্যালি পরবর্তী আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্ত বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়েজুর রহমান, ডিজিএফআই কর্ণেল মো. নাজিম উদ্দিন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা, খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়াা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post