খাগড়াছড়িতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

খাগড়াছড়িতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার: দৈনিক মানবজমিন’র ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ব

খাগড়াছড়ির “তাছলিমা সুমন” একজন সফল নারী উদ্যোক্তা
উৎসব পার্বনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে দেশ এগিয়ে যাবে- ব্রি. জে. এ কে এম সাজেদুল ইসলাম
খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার: দৈনিক মানবজমিন’র ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে রজতজয়ন্তী উদযাপন করা হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া’র সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. আবদুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সদস্য এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

এসময় আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মো. সাজু, পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মো. মোবারক হোসেন, একাত্তর টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বিপ্লব তালুকদার, এখন টেলিভিশনের মো. দিদারুল আলম রাজু, পার্বত্য নিউজের জেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো. ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের সাথে নিয়ে মানবজমিনের রজতজয়ন্তীর কেক কেটে তা উদযাপন করেন খাগড়াছড়ি প্রতিনিধি মো. আবদুর রউফ। এরপর প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে প্রেস ক্লাবের হলরুম বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়।