খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় সাদ্দাম হোসেন(২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতরাতে জেলা সদরের মাইসছড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাদ্দাম হোসেন মাইছড়ি এলাকা নুনছড়ি(গুচ্ছগ্রাম) বাসিন্দার মৃত আব্দুস সোবহানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল ২১ জানুয়ারী বিকেলে জেলা সদরের শালবন রসুলপুর গ্রামের বাড়ির পাশের লাকড়ী আনতে গেলে ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। ওই সময় শিশুটির চিৎকারে ভিকটিমের বাবা-মা ও এলাকাবাসী ছুটে আসলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে। মামলা নং ০৭, তারিখ- ২২/০১/২০২০খ্রি। আটককৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ জানান, আমার দিক-নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ নাজের হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) /মোঃ খায়রুল আলম সহায়তায় এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সাদ্দাম হোসেন মাইসছড়ি এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।