খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনা অভিযানে একটি গাঁজা ক্ষেত ধ্বংশ করেছে সদর জোন (বিজয়ী বাইশ)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলার সাত পরিবারপাড়া এলাকায় সদর জোন অধিনস্থ আলুটিলা সেনা ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ৩৫টি গাঁজা গাছসহ একটি গাঁজার ক্ষেত সনাক্ত করে সেনাবাহিনী। পরবর্তীতে স্থানীয় কারবারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব গাঁজা গাছ সমূলে উৎপাটন করে আগুন লাগিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়।
আলুটিলা সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, এরূপ অবৈধ কর্মকান্ডে প্রতিরোধ করার লক্ষ্যে সাব-জোনের আওতাধীন সকল এলাকায় নজরদারীর পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে।
এবিষয়ে সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, জোন অধীনস্থ এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না। এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।