• February 19, 2025

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় ওষধ আটক

 খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় ওষধ আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষধ জব্দ করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা সোমবার রাতে রামগড় উপজেলার মাহবুব নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ এসব ওষধ জব্দ করে।

সেনাবাহিনী সূত্র জানায়, মাহবুব নগর এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ওষধ পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা সাব জোন কমান্ডার মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে অভিযান চালায় সেনা সদস্যরা।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকার্বারীরা। পরে মাল বোঝাই ট্রাকটি তল্লাশী করে ১১কাটুনে রাখা ১৪০ প্রকারের ভারতীয় ওষধ জব্দ করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post